Header Ads

ads header
শুধু তোমার জন্য,আমার নিজের 
শরীরটা যদি কেটে কেটে রক্তাক্ত 
করে দেই | 
আমি এতটুকো ব্যাথা পাবনা| 
কিন্তু যদি কোন কারনে আমায় ভুল 
বোঝ,তাহলে আমি এব্যাথা সইতে পাড়ব 
না| 
যার জন্য এই পৃথিবীটা সুন্দর দেখি, 
সেই পৃথিবীতে বেচেঁ থাকার আর কোন 
সাধ থাকবে না| 
আমি বাচঁতে চাই,তোমাকে সাথে নিয়েই 
বাচতে চাই| 
তোমাকে ছাড়া আমি আমাকে ভাবলে তার 
একটি মাএ পথ খোলা, 
সে শুধুই আমার "মরন"| 
Please আমায় মরতে দিওনা| 
I Love You Nusu
যদি কখনো পাথর হয়ে যাই, 
আমায় একটু ছুয়ে দিও| 
জীবন ফিরে পাব| 
যদি এদেহে আর প্রান না থাকে, 
তাহলে আর কাছে আসিও না| 
দূর থেকেই দেখে যেও| 
আমার "আত্মা" তোমায় খুজবে, 
যখন পাবেনা| 
হয়তো নীরভ হয়ে শুধু কাধঁবে| 
কিন্তু যদি কাছে থাক, 
তাহলে পাগলের 
মত 
ছোটাছুটি করবে আমার "আত্মা"| 
অনেক মানুষের ভীরেও, 
তোমার সামনে এসে চিৎকার 
করে কাধবে| 
আত্মার এত চিৎকার কেউ 
শুনতে পাবেনা| 
সমস্থ সৃতি গুলো মনে পড়বে| 
দুজনে একসাথে বাচঁতে চেয়ে ছিলাম, 
কিন্তু এই সমাজ,এই সংসার, 
আমায় বাচঁতে দিল নাগো| 
তোমায় দেখলে অনন্ত কাল 
বেচে থাকার সাথ, 
হয়তো মরে গিয়েও বেচে উঠবে| 
কিন্তু মানুষ মরে গেলে, 
শত চেষ্টা করেও আর জীবন 
ফিরে পায়না| 
আমিও পাবনা,কিন্তু 
বাচঁতে ইচ্ছা করবে| 
তাই কি আর হয় বলো ? 
ভুল করে থাকলে ক্ষমা করে দিও ? 
By 
একটা নষ্ট জীবনের কষ্ট_______? 

No comments