জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় নামক শিক্ষা প্রতিষ্ঠান থাকার চেয়ে, না থাকাটা অনেক ভালো।
সেখানে শুধু নাম ধারি শিক্ষিত হওয়া ছাড়া আর কিছু সম্ভব না।
বাংলাদেশে হয় তো বনের পশু গুলোর অনেক যতন করা হয়। কিন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো মূল্যায়ন করা হয় না।
তাও ২৬-২৭ বছর বয়স পর্যন্ত পড়ালেখা করার পর। চাকরির জন্য দিনরাত এক্সটা পড়ালেখা লাগে হা এইটা বাংলাদেশ।
প্রশ্ন হল তা হলে তো অযথা ওয়ান- মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করে কি লাভ হলো ?
আর এর চেয়ে যদি ইন্টার পাশ করে বিদেশ বা কোনো কোম্পানি চলে যেতাম হয় তো আজ ২০ হাজার টাকার বেতন পেতাম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের
কিছুই যায় আসে না।
যায় আসে তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে মা বাবার। পড়ালেখা জন্য মাথার ঘাম পেয়ে পেলে সন্তান কে নামধারি শিক্ষিত করার পর যখন বেকার ঘুরতে দেখে মা বাবারা😭😭
মনে হচ্ছে কপাল টা খারাপ তাই জাতীয় বিশ্ববিদ্যালয় নামক এক মরুভূমির মাঝে পরে আছি😭😭
Post a Comment