Header Ads

ads header

সব কিছুতে আর্থিক ফায়দাটা খোঁজা যেমন বোকামি, তেমনি সব কিছু ফ্রিতেই আদায় করে নিবেন এটাও ভাবা বোকামি।
# বন্ধু গ্রাফিক্স ডিজাইন পারে, করে নিলেন ফ্রিতে ৩/৪ টা লোগো। অথচ ভাবলেন ও না, এই গ্রাফিক্স ডিজাইন শিখতে তার কতো বছর পরিশ্রম করতে হয়েছে। 
# ছোট ভাই ফটোগ্রাফি পারে, চা সিগারেট খাইয়ে ছবি তুলে নিলেন। অথচ ভাবলেন ও না এই ফটোগ্রাফি সেট কিনতে তার কতো গুলো টাকা খরচ হয়েছে। কতো কষ্ট করে জমানো টাকা গুলোও খরচ করতে হয়েছে ক্যামেরার পিছনে।
# এলাকার এক ছেলে কম্পিউটারের কাজ জানে, আপনার কম্পিউটারের সমস্যা সমাধান করে গেলো। চা বিস্কুট খাইয়ে বিদেয় করে দিলেন।
অথচ তার আপনার বাসায় আসতে রিক্সা ভাড়াও পকেট থেকে ৪০ টাকা চলে গেছে।
আসুন, মানুষের প্রতিভাকে মূল্যয়ন করতে শিখি। বাংলাদেশের হাজারো প্রতিভাবানরা হারিয়ে যায় অর্থের অভাবে। তাদের বন্ধু / আত্নীয় / বড়ো ভাইরা যদি সার্ভিসের বিনিময়ে পে করা শুরু করতো তাহলে অবশ্যই সেই প্রতিভা গুলো একদিন বিশ্ব কাঁপিয়ে দিতো।
আমি প্রতিজ্ঞা করছি, ব্যাক্তিগত ভাবে কারো সাপোর্ট নিলে কখনোই বিনামূল্যে নিবো না৷ এবার আপনার প্রতিজ্ঞার উপর ই নির্ভর করছে এই ট্যালেন্ট গুলোর ভবিষ্যৎ.. আপনি প্রতিজ্ঞা করছেন তো?

No comments