জীবনের গল্প বলার মত মানুষ দুনিয়াতে অনেক।
সবাই নিজের গল্প শোনাতে চায়🙄
সবাই নিজের গল্প শোনাতে চায়🙄
তবে ভাগ্যিস যে নিজের জীবনের গল্প মানুষের নিজের লেখতে হয় না বরং তার লেখক থাকেন অন্যভুবনে😌
জীবনের গল্প লেখতে কালি লাগে না এটা একটা প্লাস পয়েন্ট।
গল্প লেখতে খাতা কলম লাগলে রোজগারের বড় একটা অংশ এর পেছনেই বেরিয়ে যেত😑
গল্প লেখতে খাতা কলম লাগলে রোজগারের বড় একটা অংশ এর পেছনেই বেরিয়ে যেত😑
যারা গরীব তারা অনেকেই মরে যেত কারণ টাকার অভাবে খাতার উপর কলমের আচড়ে তারা নিজেদের গল্পটা লেখতে পারে নি বলে🧐
তাছাড়া আবার বেশিরভাগ গরীব মানুষই থাকে অশিক্ষিত বলে দেখা যেত খাতা কলম জোগাড় করতে পারলেও সে গল্পটা লিখতে পারতেছে না।
সে শুধু গল্পে একটা দাড়ি টানত আর অমনি হত জীবনের সমাপ্তি।
মানুষের হার হতো একটা দাড়ির কাছে।
সেই হিসেবে বলা যায় গরীব হওয়াটা দোষের।
তবে তাদেরও দোষ না যারা গরীব বরং দোষটা আসলে সমাজের🔥
সেই হিসেবে বলা যায় গরীব হওয়াটা দোষের।
তবে তাদেরও দোষ না যারা গরীব বরং দোষটা আসলে সমাজের🔥
মায়ের পেট থেকে কেউই ব্যাংক ব্যালেন্স নিয়ে বের হয় না তবে অন্তত একটা চেকবুক নিয়ে তো বের হতে পারত তাই না?
তাহলে তখন হয়তোবা ধনী গরীবের বিভেদ রেখার উপর মুতু করে দিয়ে রাবারের মত করেই প্রতিটা রেখার দাগটাকে মুছে ফেলা যেত💔
তাহলে তখন হয়তোবা ধনী গরীবের বিভেদ রেখার উপর মুতু করে দিয়ে রাবারের মত করেই প্রতিটা রেখার দাগটাকে মুছে ফেলা যেত💔
Post a Comment